রাজ্য বিভাগে ফিরে যান

স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়ার জনজীবন, সোমবার চালু হতে পারে ইন্টারনেট

June 12, 2022 | < 1 min read

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া। ছবি সৌজন্যেঃ PTI

পথ অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, হিংসার সাক্ষী হয়েছিল হাওড়া জেলা। নবী সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অগ্নিগর্ভ হয়েছিল প্রতিবাদ। সেই ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া। জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চ চলছে। রয়েছে পুলিশ পিকেটও।

হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর, আজ রবিবার জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব কিছু ঠিকঠাক থাকলে কাল সোমবার থেকেই জেলায় ইন্টারনেট পরিষেবা চালু করা হতে পারে।

প্রসঙ্গত, রবিবারই জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে এসেছেন হাওড়া (সিটি)-র পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। হাওড়া (গ্রামীণ)-র পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাতী ভাঙ্গালিয়া। শনিবারই তাঁদের এই পদে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন। রবিবার তাঁরা দায়িত্ব গ্রহণ করেন।

নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে হিংসার ঘটনায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে শতাধিক মানুষকে আটক করেছে রাজ্য পুলিশ। শক্ত হাতে ফেক নিউজ প্রচার দমন করতে সক্রিয় প্রশাসন। বুলডোজার না চালিয়েও যে শান্তি ফেরানো যায়, টা আবার প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #New Normal, #Internet Shutdown

আরো দেখুন