উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

রাতভর বর্ষণে ধস উত্তরে, শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

June 12, 2022 | < 1 min read

রাতভর প্রবল বর্ষণের জেরে শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় ধস নেমেছে। রংপো সিংতামের মাঝে বড় ধরনের ধস নেমেছে। এর ফলে সিকিম ও শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ধসের জেরে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। এদিকে ধসের জেরে উত্তর সিকিমের বরতাংয়ে রাস্তাও ধসে গিয়েছে। ওই পথেও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে জাতীয় সড়কে ধসের মাটি সরানোর কাজ শুরু হলেও, বরতাংয়ের রাস্তা এখনও বন্ধ হয়ে রয়েছে।

পাশাপাশি, প্রবল বর্ষণের জেরে ধস নেমেছে সেবক কালী মন্দিরের কাছেও। ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। মন্দিরে পুজো দিতে দর্শনার্থীদের গাড়ি সেটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sikkim, #landslide, #National Highway 10, #North Bengal, #siliguri

আরো দেখুন