বাড়ি ফিরলেন এভারেস্ট জয়ী পিয়ালি, বাঁধ ভাঙা উচ্ছ্বাস জনতার
এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন বঙ্গতনয়া। চন্দননগরে ফিরলেন পিয়ালি বসাক। আর ঘরের মেয়েকে ফিরে পেয়ে উচ্ছাসে ভেঙে পড়ল আমজনতা। এভারেস্ট ও লোৎসে শৃঙ্গ জয় করে শনিবার চন্দননগরে ফিরলেন এই পবর্তারোহী। তাঁকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। উন্মাদনা ছিল এতটাই যে দশ মিনিটের পথ অতিক্রম করতে লাগল একঘণ্টারও বেশি সময়।
এদিন চন্দননগরের রাজপথে ছিল মানুষের ভিড়। পালপাড়া মেন রোড থেকে কাঁটাপুকুর পর্যন্ত রাস্তার দু’ধারে অপেক্ষা করছিলেন কাতারে কাতারে মানুষ। কেউ পিয়ালির সাথে সেলফি তুলতে চাইছিলেন, কেউ আবার করছিলেন পুষ্পবৃষ্টি। বাজছিল শঙ্খও।
এভারেস্ট আর লোৎসে জয় করে বাড়ি ফিরলেন পিয়ালি। কিন্তু রয়ে গেছে আক্ষেপ। পর্বতারোহণ আয়োজক সংস্থার টাকা এখনও মেটানো হয়নি। সামান্য অক্সিজেন নিয়ে এভারেস্ট শৃঙ্গ জয়ের স্বীকৃতি মিললেও, লোৎসে সার্টিফিকেট এখনও পাননি তিনি।
তবুও দমানো যাবে না পিয়ালিকে। ইতিমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা করছেন তিনি। পর্বতারোহী বলেন, ‘এবার অন্নপূর্ণা জয় করাটাই লক্ষ্য। দ্রুত এ নিয়ে প্রস্তুত হব। চন্দননগরবাসী এদিন যে অভ্যর্থনা জানিয়েছে তার জন্য কোনও কৃতজ্ঞতাই যথেষ্ট নয়।’