সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি আত্মঘাতী পার্ক সার্কাসের সেই কনস্টেবল?
শুক্রবার পার্কসার্কাসে (Park Circus) বাংলাদেশ হাই কমিশনের কাছে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হন এক কর্মরত কনস্টেবল। তাঁর ডিউটি এসএলআর রাইফেল থেকে গুলি চালানোর ফলে মারা যান এক বাইক আরোহী যুবতী, নাম রিমা সিং। এর পর গুলি চালিয়ে নিজেই আত্মঘাতী হন কলকাতা পুলিশের কনস্টেবল চড়ুপ লেপচা।
এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। জানা গেছে, ডিউটি করার সময় একজনের সঙ্গে ফোনে কথা বলছিলেন লেপচা। এরপরই চা খেতে বেরিয়ে এলোপাথাড়ি গুলি চালান তিনি। তাঁর কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মোবাইলটি লক থাকায় সেটি ফরেনসিকে পাঠানো হবে।
গুলিচালনার আগে ফোনে কার সাথে কথা বলছিলেন লেপচা, তা জানার চেষ্টা করছে পুলিশ। এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। তাঁর সঙ্গে কথা বলার পরই কি তিনি উতলা হয়ে ওঠেন, এমন প্রশ্ন উঠে এসেছে। এই ব্যাপারে লেপচা পরিবার ও ওই যুবতীর সঙ্গে পুলিশ কথা বলবে।
সূত্রের খবর, ঘটনার দিন মোট ১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। দুপুর ২টো ২৭ মিনিটে প্রায় ১৫ মিটার দূর থেকে গুলি চালান লেপচা। সম্পর্কের টানাপড়েনের কারণেই কি এই পদক্ষেপ? খতিয়ে দেখছে পুলিশ।