কলকাতা বিভাগে ফিরে যান

আলিপুর চিড়িয়াখানায় তুলকালাম, খাঁচা থেকে বেরিয়ে এল শিম্পাঞ্জি

June 13, 2022 | < 1 min read

শিম্পাঞ্জিপ্রতীকী ছবি

সোমবার সকাল। সপ্তাহের প্রথম কাজের দিন। আর সেদিনই ঘটল বিপত্তি। আলিপুর চিড়িয়াখানায় হুলুস্থূল। খাঁচা থেকে আচমকা বেরিয়ে এল শিম্পাঞ্জি। সোমবার সকালে ওই শিম্পাঞ্জিকে খাবার দিতে গেলে বেরিয়ে আসে সেই প্রাণী। গোটা চিড়িয়াখানা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই শিম্পাঞ্জিকে বাগে এনে খাঁচায় পোরা হয়।

এই শিম্পাঞ্জির নাম বুড়ি। আজ সকালে তাঁকে খাবার দিতে যান চিড়িয়াখানার কর্মীরা। খাঁচার গেট খুলতেই পালিয়ে যায় বুড়ি। সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনতিবিলম্বে চিড়িয়াখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। শিম্পাঞ্জিকে বাগে আনার চেষ্টা চালিয়ে যান কর্মীরা। অবশেষে বুড়িকে খাঁচায় ঢোকাতে সক্ষম হন তাঁরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেন দর্শক থেকে কর্তৃপক্ষ, সকলেই।

প্রসঙ্গত, ১২ দিন আগেও এই শিম্পাঞ্জিটি একই কায়দায় খাঁচা থেকে পালিয়ে গিয়েছিল। টানা দুবার একই ঘটনায় নড়েচড়ে বসছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শিম্পাঞ্জির খাঁচার বাইরে যে বিদ্যুতের তারের বেড়া আছে তার ভোল্টেজ বাড়ানোর চিন্তাভাবনা করছেন তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#chimpanzee, #Kolkata, #alipore zoo

আরো দেখুন