রাজ্য বিভাগে ফিরে যান

হাইকোর্টে মুখ পুড়ল অধীরের, মেট্রো ডেয়ারি মামলায় রাজ্যের পক্ষে রায় আদালতের

June 13, 2022 | < 1 min read

মেট্রো ডেয়ারি মামলায় কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তাঁর দায়ের করা একটি মামলায় আদালত জানিয়ে দিল, তাঁরা হস্তক্ষেপ করবে না। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেয়।

কী এই মেট্রো ডেয়ারি মামলা? মেট্রো ডেয়ারিতে রাজ্য, জাতীয় দুগ্ধ উন্নয়ন সংস্থা (ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট) এবং কেভেন্টার্সের শেয়ার ছিল যথাক্রমে ৪৭ শতাংশ, ১০ শতাংশ ও ৪৩ শতাংশ। অধীরবাবুর অভিযোগ, প্রথমে জাতীয় দুগ্ধ সংস্থার ১০ শতাংশ শেয়ার বিক্রি হয়ে যায়। পরে নিজেদের হাতে থাকা ৪৭ শতাংশ শেয়ার ৮৪.৫ কোটি টাকায় কেভেন্টার্সকে বিক্রি করে রাজ্য। আর কেভেন্টার্স তার থেকে ১৫ শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে ১৭০ কোটি টাকায় বিক্রি করে। অর্থাৎ, রাজ্য যে দামে মোট শেয়ার বিক্রি করেছিল, তার প্রায় দ্বিগুণ দামে ১৫ শতাংশ শেয়ার বিক্রি করে কেভেন্টার্স।

প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, রাজ্য সঠিক দামে শেয়ার বিক্রি করেনি। বড়সড় দুর্নীতি রয়েছে এই শেয়ার বিক্রিতে। কিন্তু আদালত তাঁর দাবি খারিজ করে জানিয়ে দিল এই মামলায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #calcutta high court, #Metro Dairy case

আরো দেখুন