ভোট পরবর্তী হিংসা মামলায় ডাক বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদককে, অস্বস্তিতে গেরুয়া শিবির
ভোট পরবর্তী হিংসা মামলার সিবিআই তদন্তে এবার অস্বস্তিতে বঙ্গবিজেপি। জিজ্ঞাসাবাদের সময় রাজ্য বিজেপিকে নিশানা করলেন খোদ বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল। ক্ষোভ উগরে সংবাদমাধ্যমকে তিনি জানান বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন যখন বীরভূমের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল, তখন সেই জেলার অসহায় কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু বীরভূম জেলার নেতৃত্বকে যখন তিনি সাহায্যের কথা বলেছিলেন, তাদের পাশে কেউ থাকেনি।
দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হয়েছে তদন্তের স্বার্থে। সোমবার সেখানেই হাজিরা দিতে আসেন কালোসোনা। এদিকে বীরভূম বিজেপির জেলা নেতৃত্ব কালোসোনার থেকে নিজেদের দূরত্ব বাড়াতে চেষ্টা শুরু করে দিয়েছে। তারা কালোসোনার সঙ্গে তৃণমূলের যোগাযোগের ভিত্তি তৈরি করার চেষ্টা করছে। কালাসোনা অবশ্য জেলা ন্তেরীত্বর দাবি উড়িয়ে দিয়েছেন।
সিবিআইকে কালাসোনা কী বলেছেন, আর তার থেকে বঙ্গবিজেপির সঙ্গে ভোট পরবর্তী হিংসা কতটা যোগসাজস আছে, সেই নিয়ে এবার বঙ্গবিজেপি বেশ অস্বস্তিতে, এরকমই জানা যাচ্ছে।