রাজ্য বিভাগে ফিরে যান

আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের বিশেষ শিবির

June 13, 2022 | < 1 min read

আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের বিশেষ শিবির। রাজ্যের কিছু এলাকায় এই কর্মসূচি চলবে ৩১ জুলাই পর্যন্ত। জেলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে বিশেষ দুয়ারে সরকার শিবির খোলার জন্য নবান্ন থেকে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। মূলত আদিবাসী ও তফসিলি জাতির মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।

২১-৩১ মে পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকারের কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবুও রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে পিছিয়ে পড়া মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এই বিশেষ শিবিরের আয়োজন। জঙ্গলমহল, সুন্দরবন, তরা‌ই-ডুয়ার্স প্রভৃতি পিছিয়ে পড়া এলাকার উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

সপ্তাহে চারদিন (শনিবার-সহ) বসবে দুয়ারে সরকারের এই বিশেষ শিবির। এবারও গাড়ি, লঞ্চের মাধ্যমে ভ্রাম্যমাণ শিবির খুলতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar, #West Bengal

আরো দেখুন