নূপুর কাণ্ডে এবার প্রতিবাদ নদীয়ায়, শক্ত হাতে দমন প্রশাসনের
বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যের জেরে দেশজুড়ে চলছে প্রতিবাদ। তার রেশ ছড়িয়ে পড়েছে বাংলাতেও। হাওড়ার পর এবার উত্তপ্ত নদীয়া। রবিবার বেথুয়াডরিতে একটি প্রতিবাদ মিছিল থেকে আসেপাশের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকি বেথুয়াডহরি স্টেশনে একটি লোকাল ট্রেনে ভাঙচুর চলে। যার জেরে লালগোলা শাখায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
এই প্রতিবাদের জেরে ৩৪ নম্বর জাতীয়সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের জেরে আপ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার আটকে পড়ে। বেথুয়াডহরি স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। অবরোধের জেরে রানাঘাট লালগোলা শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়।
কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ঈশাণী পাল সংবাদমাধ্যমকে জানান, অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।