রাজ্য বিভাগে ফিরে যান

আইনশৃঙ্খলা রক্ষায় কড়া প্রশাসন, হিংসার ঘটনায় ধৃত দুই শতাধিক

June 13, 2022 | < 1 min read

রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পুলিশ-প্রশাসন। রাজ্যে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত দু’শো জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। সাংবাদিক বৈঠক করে আজ এমনটাই জানালেন রাজ্যের ADG আইনশৃঙ্খলা (ADG Law And Order) জাভেদ শামিম (Javed Shamim)।

তিনি বলেন, “রাজ্যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অশান্তি ছড়ানোর ঘটনায় জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করা হবে। তারা যেইে হোক না কেন, তাদের খুঁজে বের করে আইনের সবচেয়ে কঠোর ধারায় শাস্তি দেওয়া হবে।”

তাঁর আরও দাবি, “হাওড়া, মুর্শিদাবাদ সহ রাজ্যে একাধিক জায়গায় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন। অশান্তি প্রবণ এলাকায় টহলদারি চলছে। এরিয়া ডমিনেশন, পেট্রলিং চলছে। তথ্যপ্রমাণ নেওয়া হচ্ছে। প্রতিটি এলাকা ঘুরে দেখছেন তাঁরা। কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্যজুড়ে। রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা দায়বদ্ধ। কোনওভাবেই এখানে শান্তি বিঘ্নিত হতে দেওয়া হবে না।”

তিনি বলেন, “অনেক গুজব রটেছিল। তবে প্রতিটি ছোট-বড় ঘটনাতেই FIR দায়ের করা হয়েছে। মোট ৪২টি FIR দায়ের করা হয়েছে। এমনকী পাথর ছোঁড়ার ঘটনাতেও FIR দায়ের হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Javed Shamim, #DGP, #West Bengal, #FIR

আরো দেখুন