অন্তর্কলহের জেরে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন দলের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান
বঙ্গবিজেপির অভ্যন্তরীন গোষ্ঠীদ্বন্দ্বে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন গেরুয়া শিবিরের অন্যতম মুখপাত্র মোহিত রায়। তিনি বঙ্গবিজেপির উদ্বাস্তু সেলের চেয়ারম্যানও ছিলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কদিন আগে বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই সময় তাঁর কাছে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পর এই প্রস্তাবে নাকি আমল দেননি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তিনি নাকি আবার বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ। এর পরেই মোহিত রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
এরপরই বদলে দেওয়া হয় সেই হোয়াটসঅ্যাপগ্রুপের সেটিংস। তার ফলে অ্যাডমিন ছাড়া আর কারোর পক্ষে ওই গ্রুপে কিছু লেখা যাবেনা। এরপরই তিনি গ্রুপ ছেড়ে বেড়িয়ে যান মোহিত রায়। এবং সেই নিয়েই শুরু হয়েছে নানান রকম জল্পনা।