রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে কর্মসংস্থানের জোয়ার, সাপ্লাই চেন স্থাপনের দ্বারা জীবিকার সন্ধান দিচ্ছে ফ্লিপকার্ট

June 14, 2022 | < 1 min read

বাংলাই এখন বিনিয়োগের সেরা ঠিকানা। দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম হল ফ্লিপকার্ট। কেনাবেচার অনলাইন বাজার ফ্লিপকার্টের চাহিদার নিরিখে দেশে অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই এগিয়ে বাংলা। বাংলার হরিণঘাটা এবং ডানকুনিতে দুটি প্রধান সাপ্লাই চেন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই দুই জায়গাতেই ফ্লিপকার্টের দুটি বৃহত্তম সরবরাহ শৃঙ্খলের সুবিধা রয়েছে। যা আগামীতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান জোগাবে, এমনটাই মত বিশেষজ্ঞদের।

২০২১ সালে ফ্লিপকার্ট নিজের সাল্পাই চেইনস অপারেশন অ্যাকাডেমি চালু করেছে। যা প্রতি বছর হাজার হাজার ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে সুদক্ষ মেধার সংখ্যাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এর মধ্যে শিক্ষার্থীদের ১৫ দিনের ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর তাদের ৪৫ দিনের জন্য সংস্থায় শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ই-কমার্স সাপ্লাই চেনের বিভিন্ন দিকের নানান বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে।

স্নাতকস্তরের পড়ুয়াদের জন্যে ফ্লিপকার্ট আরেকটি ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে পড়ুয়ারা অত্যাধুনিক সরবরাহকারী শৃঙ্খলে কাজ করার সুযোগ পাবেন। এটি ৪৫ দিনের ইন্টার্নশিপ। এর মাধ্যমে পড়ুয়ারা সাপ্লাই চেন সম্পর্কে তো জানতে পারবেনই, সেই সঙ্গে যেকোন ই-কমার্সের গঠনপ্রক্রিয়াও সহজে বুঝতে পারবে।

ফ্লিপকার্টের এই সাপ্লাই চেন রাজ্যবাসীর আর্থিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। এর ফলে হাজার হাজার মানুষ নতুন জীবিকার সন্ধান পেয়েছেন। স্থানীয় উদ্যোক্ত বাড়ছে। সারসরি প্রভাব পড়তে চলেছে রাজ্যের অর্থনীতিতেও। পাশাপাশি ফ্লিপকার্ট, তাদের একাধিক উদ্যোগে সরবরাহ শৃঙ্খলে মহিলাদেরও সামিল করার চেষ্টা করে চালাচ্ছে। লিঙ্গ নির্বেশেষে বিপুল কর্মসংস্থান হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dankuni, #Flipkart, #Harighata, #supply chain training centres

আরো দেখুন