খেলা বিভাগে ফিরে যান

হংকংকে ৪-০ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠল সুনীলরা

June 14, 2022 | < 1 min read

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হংকংকে ৪-০ গোলে হারিয়ে গ্রূপের শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠল সুনীল ছেত্রীর ভারত। দেশের জার্সিতে ৮৪টি গোল করে হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন সুনীল।

ম্যাচের ২ মিনিটেই কর্নার কিককে কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন আনোয়ার আলি। ম্যাচের ৪৫ মিনিটে, হাফ টাইমের ঠিক আগে দর্শনীয় গোল করে২-০ করেন সুনীল।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৮৫ মিনিটে, গোল করে ৩-০ করেন মনবীর সিংহ। ইনজুরি টাইমে গোল করে ৪-০ করেন ইশান পন্ডিতা। এই নিয়ে চতুর্থ বার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠল ভারত। সুনীল ছেত্রীর নেতৃত্বে এই নিয়ে দ্বিতীয়বার।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs HKG, #AFC Asian Cup, #India, #Hong Kong

আরো দেখুন