বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারিয়ে সিরিজে নিজেদের টিকিয়ে রাখলো ভারত
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখলো টিম ইন্ডিয়া। ভিশাখাপতনমে মঙ্গলবারের ম্যাচে মূলত হর্ষল প্যাটেল এবং যজুবেন্দ্র চাহালের বোলিংয়ের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারালো ভারত।
আজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। ঋতুরাজ গায়েকোয়াডের ৫৭ রান, ঈশান কিষণের ৫৪ রান এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ৩১ রানের দৌলতে ভারত ৫ উইকেটে ১৭৯ রান তোলে।
এরপর হর্ষল প্যাটেল এবং যজুবেন্দ্র চাহালের বোলিংয়ে আউট হতে থাকেন একের পর এক দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। আগের ম্যাচ জেতান ক্লাসেন করেন ২৯ রান। বাভুমা আউট হন মাত্র ৮ রানে। ১৯.১ ওভারে ১৩১ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
আগামী ১৭ জুন রাজকোটে এবং ১৯ জুন বেঙ্গালুরুতে সিরিজের শেষ দুই ম্যাচ। সিরিজের ফলাফল এখন ২-১। তাই সিরিজ জেতার আশা এখনও জিইয়ে রাখলো ভারত।