দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে মমতার ডাকা বৈঠকে কারা উপস্থিত থাকতে পারেন?

June 14, 2022 | < 1 min read

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার বিকেলে দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লি পৌঁছিয়েই এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়ি যান মমতা। মনে করা হচ্ছে, প্রার্থী হওয়ার বিষয়ে প্রবীণ এই রাজনীতিবিদকে অনুরোধ করেছেন তৃণমূল নেত্রী। শরদ পাওয়ার বুধবার বিরোধী দলগুলির বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন মমতা। করোনায় আক্রান্ত সোনিয়া এই মুহূর্তে হাসপাতালে। তাই তাঁর প্রতিনিধি হিসেবে বুধবার বৈঠকে উপস্থিত থাকতে পারেন মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ এবং রণদীপ সুরজেওয়ালা।

ওই বৈঠকে শিব সেনার সুপ্রিমো উদ্ধব ঠকরে না থাকলেও নিজের প্রতিনিধি হিসেবে সম্ভবত সঞ্জয় রাউতকে পাঠাচ্ছেন তিনি। বৈঠকে থাকবে আম আদমি পার্টির প্রতিনিধি‍ও। মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা না এলেও আপের তরফে সঞ্জয় সিং বৈঠকে থাকতে পারেন। বৈঠকে থাকবেন অখিলেশের প্রতিনিধিও। তেজস্বী যাদব বা এমকে স্ট্যালিন সম্ভবত বৈঠকে থাকতে পারছেন না। তবে তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই বৈঠকে অনুপস্থিত থাকতে পারে তেলেঙ্গানার শাসক দল টিআরএসও। কেসিআর নিজের মুখে বিজেপি বিরোধিতার কথা বললেও অন্য কোনও নেতার নেতৃত্বে আপত্তি আছে তাঁর।

মঙ্গলবার বিকেলে সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ঘোষণা করেছেন তাঁরা কালকের বৈঠকে যাচ্ছেন না। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, দলের একাংশ যানাচ্ছে শেষপর্যন্ত বৈঠক বয়কট নাও করতে পারে দল। দলের কোনও প্রবীণ সাংসদ বৈঠকে অংশ নিতে পারেন। সিপিআই সত্রে জানা যাচ্ছে ডি রাজা উপস্থিত না থাকলেও দলের তরফে অন্য কেউ বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Presidential elections, #Mamata Banerjee

আরো দেখুন