দেশ বিভাগে ফিরে যান

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব মমতার

June 15, 2022 | < 1 min read

দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে আজ ১৭টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠকে আলোচনা হয় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর মনোনয়ন নিয়ে।  এনসিপি নেতা শরদ পাওয়ারকে প্রার্থী হিসেবে চেয়েছিল সবকটি দলই, কিন্তু তিনি পুরোপুরি সম্মতি জানান নি , তাই বৈঠকে  প্রার্থী হিসেবে ফারুক আবদুল্লা এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দুপু্রে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক শুরু হয়। কংগ্রেস, সিপিএম, সিপিআই, শিবসেনা, এনসিপি, আরজেডি, জেডিএস সহ ১৭টি দল বৈঠকে যোগ দিয়েছিল। মমতার ডাকা বৈঠকে শরদ পওয়ার, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, মেহেবুবা মুফতির মতো নেতারা একজোট হয়ে সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হয়ে প্রার্থী দেবে বিরোধী শিবির।
বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, আগামী দিনে এই ধরনের বৈঠক আরও হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Gopal Krishna Gandhi, #Farooq Abdullah, #Constitution Club

আরো দেখুন