এক ধাক্কায় অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা?
বিগত কয়েকদিন লাগাতার বেড়ে চলেছে দেশের করোনা সংক্রমণ। মঙ্গলবার করোনাগ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও তা স্থায়ী হল না। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ। চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্য়া। মহারাষ্ট্রের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ উদ্বেগজনক।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮২২ জন। তার আগের দিন সংখ্যাটা ছিল প্রায় সাড়ে ৬ হাজারের কিছু বেশি। এর মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৯০০ জনের বেশি। বর্তমানে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশে করোনার অ্যাকটিভ কেস ৫৩ হাজার ৬৩৭ জন, অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১২ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৫০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩.৫৮ লক্ষের বেশি মানুষ।