← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
বাংলায় প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করলেই জরিমানা?
প্লাস্টিকের রাজত্বে ওষ্ঠাগত সাধারণ মানুষের জনজীবন। এবার প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার রুখতে যুদ্ধ্ংদেহী রাজ্য সরকার। ১লা জুলাই ২০২২ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে ৭৫ মাইক্রনের নীচের প্লাস্টিক। ওই জাতীয় প্লাস্টিক ক্রয়-বিক্রয় বা ব্যবহার কোনটাই আর করা যাবে না। এমনকি মজুত রাখাও বন্ধ করতে হবে। এরপরেও যদি কেউ ৭৫ মাইক্রনের নীচের প্লাস্টিক ব্যবহার করেন, তাকে গুনতে হবে জরিমানার মাশুল। সেক্ষেত্রে প্লাস্টিক বিক্রেতা এবং ব্যবহারকারী দুপক্ষকেই যথাক্রমে ৫০০ ও ৫০ টাকা করে জরিমানা দিতে হবে।