ভারত থেকে গম আমদানিতে নিষেধাজ্ঞা জারি আরব আমিরশাহির, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের?
June 15, 2022 | < 1min read
ছবি সৌজন্যেঃ Food Business News
ভারত থেকে গম কেনার উপ নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরশাহি সরকার। আগামী চার মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির সংবাদমাধ্যম ‘এমিরেটস নিউজ এজেন্সি’ জানিয়েছে, ভারত থেকে গম এবং গমজাত আটা-ময়দা আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমিরশাহি।
কূটনীতিবিদদের একাংশের মতে, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরেই এমন সিদ্ধান্ত। এর আগে নূপুর শর্মা-নবীন জিন্দলদের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আরব দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। এবার ভারত থেকে গম ও গমজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল আরব আমিরশাহি। যদিও, কূটনীতিবিদদের আরেকাংশের মতে, আমিরশাহি সরকারের এমন সিদ্ধান্তের পিছনে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি সংক্রান্ত কোনও কারণ থাকতে পারে।