দেশ বিভাগে ফিরে যান

‘অগ্নিপথে’র বিরোধিতায় অগ্নিগর্ভ বিজেপি জোট শাসিত বিহার, দেখুন ভিডিও

June 16, 2022 | 1 min read

সেনা বাহিনীতে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় প্রতিবাদমুখর প্রায় গোটা দেশ। বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে বৃহস্পতিবার সকাল থেকেই চাকুরীপ্রার্থীরা পথে নেমে পড়েছেন প্রতিবাদ করতে।

এর মধ্যে অবস্থা খুবই গরম নীতিশ-বিজেপি জোট শাসিত বিহারে। বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় ছড়িয়েছে বিক্ষোভ। স্লোগান উঠেছে খোদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে । রেল, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। অবাধে চলছে টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনা। এমনকি আগুন ধরানো হয়েছে ট্রেনলাইনের উপরে। ছাপরায় ট্রেনেও আগুন ধরানো হয়েছে।

জানা যাচ্ছে, নীতীশ-বিজেপি জোট সরকারের পুলিশের লাঠি চার্জ ও কাঁদানে গ্যাসে কয়েক জন বিক্ষোভকারী আহত হয়েছে আরা এবং জেহানাবাদে।

এই প্রতিবাদী আন্দোলনের সূত্রপাত বিহার থেকেই হয়েছে। পরে তা ছড়িয়ে যায় বিভিন্ন রাজ্যে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার ভাবতেই পারেনি, সেনা বহিনীতে নিয়োগের এই নয়া প্রকল্পের ঘোষণা মাত্রই যে পরিস্থিতি এরকম উত্তাল হয়ে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #bjp, #Bihar, #Agnipath, #Youngsters

আরো দেখুন