‘ধর্ম নিয়ে রাজনীতি করবেন না’ দক্ষিণেশ্বর মন্দিরের অনুষ্ঠান থেকে বিজেপিকে তোপ মমতার
বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম নিয়ে যারা রাজনীতির করে, তাদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, মস্তিষ্কটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। অনেকে আছে যারা সেটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। সব সময় পাথর ছুঁড়ছে, গাড়িতে আগুন জ্বালাচ্ছে। কৈকেয়ী ও মন্থরার মতো তাঁদের মাথায় সবসময় কুভাবনা ঘুরে বেড়াচ্ছে।
আজ দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছেই প্রথমে মা ভবতারিনীর পুজো দেন মমতা। এছাড়াও একটি সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরের ইতিহাস ও ছবি সম্বলিত একটি বইয়ের প্রকাশও করেন তিনি। তারপর দক্ষিণেশ্বর মন্দিরের নাটমন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করেন তিনি।
লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর পরেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন রামকৃষ্ণদেব বলে গিয়েছেন – টাকা মাটি, মাটি টাকা। তার মানে কী? প্রয়োজনের অতিরিক্ত কিছু চাওয়া ঠিক নয়। কিন্তু এখন সকলের সব কিছু বেশি বেশি করে চাই। দরকার কী? যাতে সব মিটে যায়, তারপরও অতিরিক্ত চাওয়ার তো কিছু নেই।”