বিনোদন বিভাগে ফিরে যান

সমাজমাধ্যমের গুজব বয়কট উড়িয়ে কলকাতায় শো করতে আসছেন মুম্বইয়ের শিল্পীরা

June 16, 2022 | < 1 min read

সঙ্গীতশিল্পী কেকে-র অকস্মাৎ এবং দুঃখজনক মৃত্যুর পর সমাজ মাধ্যমে কলকাতাকে কার্যত বয়কট করার গুজব চাউর করেন অনেকেই। মুম্বইয়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি করার চেষ্টা হয়েছিল। রাজনৈতিক রঙ দিয়ে বিভিন্ন ধরণের রটনা রটেছিল। কিন্তু সেগুলি যে নিছকই রটনা, বাস্তব কোনও ভিত্তি আদৌ ছিল না, তা পরিষ্কার হয়েছে কলকাতায় একের পর এক শো-এর ঘোষণার পর থেকে।

জুন ৭ এবং ৮-এ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুরেন্দ্রনাথ কলেজের একটি অনুষ্ঠানে আসার কথা ছিল সুনিধি চৌহান এবং জুবিন নটিয়ালের। রটনা ছড়িয়েছিলকেকে’র মৃত্যু ঘটনার পর পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তা বাতিল হয়ে গিয়েছিল বলে। অনুষ্ঠানের জন্য হল পাওয়া যায়নি বলে তখন ওই দুই শিল্পীর অনুষ্ঠান করা সম্ভব হয়নি। নভেম্বরেই সুনিধি এবং জুবিন অনুষ্ঠান করতে আসছেন।

মুম্বইয়ের গায়ক ঋতুরাজ মহান্তি এই মাসের ১৭ তারিখ শিলিগুড়ি কলেজে শো করবেন। সোনু নিগম ও জাভেদ আলি জুলাইয়ে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে কলকাতায় একটি অনুষ্ঠান করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mumbai Artists, #musical programs, #Sonu Nigam, #Jubin Nautiyal, #Sunidhi Chauhan, #Rituraj Mohanty, #Javed Ali

আরো দেখুন