শান্তনু-সুব্রতর গড় ঠাকুরনগরেই মোদী সরকার-বিরোধী বিক্ষোভ ‘অগ্নিপথ’কে নিয়ে
অগ্নিপথের জের এবার বাংলাতেও, আর শুক্রবার সকালে রেল অবরোধ হল ঠাকুরনগরে, যা কিনা বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের গড় বলে পরিচিত। এই বিক্ষোভের জেরে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা। শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে বিক্ষোভের জেরে। সকাল ৮ টার আগে থেকেই ঠকুরনগরে অবরোধ শুরু হয়।
জানা গেছে, বিক্ষোভ অবরোধের জেরে ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল দাঁড়িয়ে। আপ লাইনে গোবরডাঙা পর্যন্ত ট্রেন চলছে। চূড়ান্ত নাকাল হচ্ছেন অফিসযাত্রীরা। ঠাকুরনগরে মতুয়াদের আধিক্য। তাদেরই প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী এবং এলাকার বিজেপি বিধায়ক মোদী বিরোধী এই আন্দোলন বন্ধ করতে কি ভূমিকা নেন, এটাই দেখার।
দেশজুড়ে বিক্ষোভের জেরে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পে নিয়োগের নিয়ম কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়েছে কেন্দ্র। এবার আবেদনের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।