দেশ বিভাগে ফিরে যান

মোদী জমানায় সুইস ব্যাংকে ভারতীয়দের অ্যাকাউন্টে রেকর্ড পিরিমাণ অর্থ গচ্ছিত রাখা হয়েছে

June 17, 2022 | < 1 min read

ক্ষমতায় এলে সব কলো টাকা উদ্ধার করবে বলে দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে তিনি দাবি করেছিলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদেশে গচ্ছিত ভারতীয়দের টাকা দেশে ফিরিয়ে আনা হবে।। কিন্তু এই ২০২২-এ কি দেখা যাচ্ছে?

বিদেশ থেকে টাকা ফেরা তো দূরের কথা, সুইস ব্যাংকে ভারতীয়দের জমার পরিমাণ দিন দিন বাড়ছে। মাত্র এক বছরে বিদেশের এই ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত টাকার অঙ্কটা প্রায় দেড়গুণ হয়ে গেল। হিসেব বলছে, ২০১৮ সালের শেষে সুইস ব্যাংকে ভারতীয়তদের গচ্ছিত টাকার অঙ্ক ছিল ১২,৬১৫ কোটি টাকা। ২০১৯ সালে ছিল ৬ হাজার ৬২৫ কোটি টাকা। ২০২০ সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৭০০ কোটি টাকা। আর ২০২১ সালে সুইস ব্যাংকে শুধু ভারতীয়দের জমা আমানতের পরিমাণই প্রায় ৩০ হাজার ৫০০ কোটি টাকা। যা গত ১৪ বছরে রেকর্ড।

এই হিসেবটা দেওয়া হচ্ছে, এটা সরকারি হিসেব। এর বাইরেও ডামি অ্যাকাউন্ট বা ডামি সংস্থার নামে গোপনে বহু ভারতীয় সুইস ব্যাংকে টাকা রাখেন। আবার অনেক প্রবাসী ভারতীয়রা বৈধভাবেও এই ব্যাংকে টাকা গচ্ছিত রাখেন। কোন কোন ভারতীয়দের অ্যাকাউন্ট আছে, কারা কারা কত অর্থ জমা রেখেছেন, সে হিসেব কেন্দ্রের হাতে অনেক আগেই তুলে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #swiss banks, #Indian funds

আরো দেখুন