কোন দেশ এগিয়ে আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিক থেকে? জেনে নিন
পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক সারা বিশ্বে আকছার ঘটে চলেছে মানব সভ্যতার শুরু থেকেই। ইতিহাসের পাতায় বা বর্তমানে, সাধারণ মানুষ থেকে বিখ্যাত ব্যক্তিরা, কেউই বাদ যায়না এমন সম্পর্কর জালে। না, শুধু ছেলেরা নয়, মহিলারাও বেশ এগিয়ে আছে এই ব্যাপারে। পরকীয়া নিয়ে কী বলছে বিশ্বের পরিসংখ্যান। জেনে নিন।
সারা পৃথিবী জুড়ে পরকীয়া প্রেমের ওপর একটি সমীক্ষা চালানো হয়েছিল কিছুদিন আগে। সেই সমীক্ষায় দেখা গেছে অনেক দেশে পরকীয়া জাত সম্পর্কের সংখ্যা রীতিমতো বেশি।
পরকীয়া প্রেমের তালিকায় প্রথমে রয়েছেন আইরিশরা। তাদের দেশ আয়ারল্যান্ডে প্রতি পাঁচ জনের একজন বিবাহিত জড়িয়ে পড়েন বিবাহবহির্ভূত সম্পর্কে। অর্থাৎপরকীয়া প্রেমের হার প্রায় ২০ শতাংশ।
পরকীয়া প্রেমের দ্বিতীয় স্থান দখল করেছে জার্মানরা। জার্মানিতে পবিবাহবহির্ভূত সম্পর্কের সংখ্যা প্রায় ১৩ শতাংশ। তিন নম্বরে রয়েছে লাতিন আমেরিকার দেশ কলোম্বিয়া, যেখানে পরকীয়া প্রেমের হার প্রায় ৮ শতাংশ।
গবেষণায় দেখা গেছে, ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামীরা স্ত্রীদের চেয়ে বেশি পরকীয়ায় লিপ্ত হয়ে থাকেন। সমীক্ষায় জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহিতদের মধ্যে স্ত্রীকে লুকিয়ে অন্য নারীদের সাথে পরকীয়ায় আবদ্ধ এমন পুরুষের সংখ্যা নারীদের চেয়ে দ্বিগুণ।