দেশ বিভাগে ফিরে যান

পওয়ারের পর এবার বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর প্রস্তাব ফেরালেন ফারুখ আবদুল্লা

June 18, 2022 | < 1 min read

রাষ্ট্রপতি নির্বাচন থেকে কার্যত সরে দাঁড়ালেন জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ শনিবার তিনি এই অর্থে একটি বিবৃতি দিয়ে একথা জানিয়ে দেন৷ সেখানে তিনি জানিয়েছেন, এই মর্যাদার সঙ্গে সরে দাঁড়াচ্ছেন কারণ তিনি জম্মু ও কাশ্মীরের উন্নয়নে কাজ চালিয়ে যেতে চান৷

এর আগে ১৭টি বিরোধী দলের পছন্দের প্রার্থী এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন৷

১৮ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন৷ এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী ঐক্য গড়ে তোলার কাজে নেমে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে কোনটিটিউশন ক্লাবের বৈঠকে ঠিক হয়েছিল, বিরোধী শিবির থেকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে একজনের নাম প্রস্তাব করা হবে৷ গত ১৫ জুন সেই বৈঠকে মমতা ফারুক আবদুল্লা এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছিলেন৷

এবার সেই প্রস্তাব মর্যাদার সঙ্গে ফিরিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ তাঁর বিবৃতিতে তিনি বলেছেন, বিরোধী জোটের সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আমার নাম প্রত্যাহার করছি৷ জম্মু ও কাশ্মীর এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷ আমার প্রয়াস থাকবে সেই সমস্যা সমাধানে চেষ্টা করা৷’ বিবৃতিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান৷ ফারুক আবদুল্লা লেখেন, ‘সক্রিয় রাজনীতিতে এখনও আমার অনেক কিছু করার আছে৷ মমতা দিদিকে ধন্যবাদ আমার নাম প্রস্তাব করার জন্য৷ সমস্ত প্রবীণ নেতাদেরও ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য৷’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #opposition, #Farooq Abdullah, #presidential candidate

আরো দেখুন