লন্ডন ও ম্যাঞ্চেস্টার কর্পোরেশনের সঙ্গে একযোগে কাজ করবে কলকাতা পুরসভা
এবার লন্ডন ও ম্যাঞ্চেস্টার কর্পোরেশনের সঙ্গে একযোগে কাজ করবে কলকাতা পুরসভা। শিঘ্রই সুসংহত মেগা সিটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন কলকাতার পুরকর্তারা। আমন্ত্রণে এসেছে খোদ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। সেই সফরে ইংল্যান্ডের দুই কর্পোরেশনের সঙ্গে একাধিক মউ স্বাক্ষরও করবেন কলকাতা পুরসভার প্রতিনিধিরা। নাগরিক জীবনের নানা পরিষেবা ও পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের নানা প্রকল্প নিয়ে হবে মৌ সাক্ষর।
লন্ডন সফরে কলকাতার প্রতিনিধিত্ব করছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। লন্ডন ও ম্যানচেস্টার, এই দুই শহরে নগরায়ন প্রকল্পগুলি সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি কলকাতার সবুজায়ন-পরিবেশ নিয়ে কিছু প্রকল্পের কথাও তুলে ধরা হবে এই সফরে। ডেপুটি মেয়র লন্ডন যাবেন ২৭ জুন, ফিরে আসবেন ৩ জুলাই। সঙ্গে যাচ্ছেন পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টাও।
গত ১১ বছরে শহরের পরিবেশের উন্নয়নের জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে কলকাতা। রাস্তার মধ্যে থেকে উধাও হয়েছে দুর্গন্ধযুক্ত ভ্যাট, এসেছে কম্পাক্টর। লন্ডনের সঙ্গে উন্নয়ন নিয়ে চুক্তি হলে আরও কয়েকধাপ এগোবে কলকাতা।