গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রমণ আবার প্রায় ৩০০, সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ
June 18, 2022 | < 1min read
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২৮৮ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২১ হাজার ৫৫৫। মৃত্যু শূণ্য বাংলা। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ৭২৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।
একদিনে ১১ হাজার ৯১৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৪২ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৭৯ হাজার ৯৯২ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩২ লক্ষ ৮০ হাজার ৪০৭ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।