দেশ বিভাগে ফিরে যান

সৌজন্যের রাজনীতি মমতার, বাংলার আম যাচ্ছে মোদী, কোবিন্দ, শাহদের কাছে

June 18, 2022 | < 1 min read

সৌজন্যের রাজনীতিতে বরাবরই একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক লড়াইকে দুরেরেখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার সুস্বাদু আম পাঠাচ্ছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও দেওয়া হবে আম। শুধু মোদী আর কোবিন্দ নয়, আমি পাঠানো হচ্ছে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাদকারি সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ২০ জন সদস্যের কাছেও। মোট চার ধরনের আম পাঠানো হচ্ছে, যার মধ্যে থাকছে হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগ এবং আম্রপালি।

প্রসঙ্গত, কোভিডের শেষে দু’বছর পরে শুক্রবার থেকে দিল্লিতে শুরু হয়েছে বাংলার আম মেলা। ১৫ জুলাই পর্যন্ত জনপথে হ্যান্ডলুম হাটে এই মেলা চলবে। এই মেলায় পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের কোহিতুর আম, যার একটির দাম ২৫০ টাকা।এছাড়াও চম্পা, মুলায়মজাম, রানি পসন্দ, সারেঙ্গা, বিমলি এবং ভবানী ইত্যাদি বাংলার নানান আম পাওয়া যাচ্ছে এই মেলায়। এই মেলায় নদীয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া থেকেও রকমারি আম এসেছে। মেলায় বাংলার ক্ষুদ্র-কুটির শিল্পকেও তুলে ধরা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mango, #West Bengal, #Mamata Banerjee, #Narendra Modi, #ramnath kovind, #Amit shah

আরো দেখুন