দেশ বিভাগে ফিরে যান

অগ্নিপথের জেরে কোন কোন ট্রেন বাতিল করল রেলমন্ত্রক? জেনে নিন

June 18, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ PTI

অগ্নিপথ আন্দোলনের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন হাওড়া, কলকাতা স্টেশন থেকে বাতিল করা হল।

যে ট্রেনগুলি শুক্রবার বাতিল করা হয়েছে, সেগুলি হল:

  • ১৫০৫১ কলকাতা-গোরখপুর এক্সপ্রেস।
  • ১৩০২১ হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস
  • ১৩০১৯ হাওড়া-কাঠগুদাম বাঘ এক্সপ্রেস
  • ১৩০৪৩ হাওড়া-রক্সৌল দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস
  • ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস
  • ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই এক্সপ্রেস
  • ১২২৩৫ মধুপুর-আনন্দবিহার সাপ্তাহিক হামসাফর এক্সপ্রেস
  • ০৩০০৫ হাওড়া-গয়া পরীক্ষা স্পেশাল এক্সপ্রেস
  • ০৩০২৩ হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল এক্সপ্রেস
  • ০৩১৫৫ কলকাতা-সমস্তিপুর পরীক্ষা স্পেশাল এক্সপ্রেস
  • ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে গন্তব্যে পৌঁছনোর আগেই থামিয়ে দেওয়া হয়েছে মালদহে ।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৪টি মেল, এক্সপ্রেস এবং ১৪০টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে, জানিয়েছে রেলমন্ত্রক। এছাড়াও ৬৫টি মেল এক্সপ্রেস ও ৩০টি প্যাসেঞ্জার ট্রেনকে থামিয়ে দেওয়া হয়েছে মাঝপথে এবং ১১টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#train, #Railway, #Agnipath, #Agnipath Scheme, #Agnipath protest

আরো দেখুন