← রাজ্য বিভাগে ফিরে যান
সোমবার অগ্নিপথ ইস্যুতে ভারত বনধ, বাংলা সচল রাখতে কড়া নবান্ন
‘অগ্নিপথ’ ইস্যুকে হাতিয়ার করে ফের কর্মনাশা বনধের ডাক। সপ্তাহের প্রথম কাজের দিনই বনধ ডেকেছে বামদলগুলি-সহ একাধিক গণসংগঠন। তাদের ডাকা ২৪ ঘণ্টার ভারত বন্ধে বাংলাকে সচল রাখতে নির্দেশিকা জারি করল নবান্ন।
রবিবার রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের পুলিশকর্তাদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। রেলকর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।
এই নির্দেশিকায় নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিবাদের হাতিয়ার হিসাবে নীতিগত ভাবে বন্ধের বিরোধিতা করছে রাজ্য সরকার। কারণ, তাতে সাধারণ মানুষের জীবন ও জীবিকায় প্রভাব পড়ে। সে কারণে এই বন্ধের বিরোধিতায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বনধের দিন রাজ্যের কোথাও যাতে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে না পড়ে তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।