রাজ্য বিভাগে ফিরে যান

ফের বিদ্রোহ বিজেপিতে, কর্মীদের বসে যেতে বললেন দাপুটে নেতা দুধকুমার

June 19, 2022 | < 1 min read

সময়টা ভালো যাচ্ছে না বঙ্গ বিজেপির। একুশের বিধানসভা নির্বাচনে ২০০ আসনের স্বপ্ন দেখে সন্তুষ্ট হতে হয় ৭৭ আসন নিয়ে। তারপর থেকে শুরু হয়েছে দলে ভাঙ্গন। সাংসদ থেকে বিধায়ক, নেতা থেকে সাধারণ কর্মী – তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক শুরু হয়েছে। জেলায় জেলায় বিক্ষুব্ধ, বেসুরো নেতারা। রাজ্য সভাপতি বদল করেও বিদ্রোহ থামানো যায়নি। এবার বিদ্রোহ বীরভূম জেলা বিজেপিতে।

জেলার দলীয় কমিটি গঠন নিয়ে নেতৃত্বের সাথে মতবিরোধ চরমে পৌঁছল বীরভূম জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দুধকুমার মণ্ডলের। এর জেরে অনুগামীদের বসে যাওয়ার ডাক দিলেন বীরভূমের দাপুটে এই নেতা।

দুধকুমার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে কথা না বলেই কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক ও কার্যকর্তারা আমাকে যারা ভালোবাসেন, তারা চুপচাপ বসে যান।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #politics, #Dudhkumar Mondal, #Bengal

আরো দেখুন