মুরলীধর সেন লেন অতীত, নতুন ঠিকানার খোঁজে রাজ্য বিজেপি
বিজেপির রাজ্য দপ্তরের ঠিকানা বদলাতে পারে। ৬ নম্বর মুরলীধর সেন লেনের পুরনো বাড়ি বদলে অন্যত্র রাজ্য দপ্তরকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেইমত নতুন ঠিকানা খোঁজার কাজও তারা শুরু করে দিয়েছে জোরকদমে। তবে এখনও পর্যন্ত নতুন ঠিকানা কী হবে, তা চূড়ান্ত হয়নি।
বিধানসভা নির্বাচনের আগে হেস্টিংসের ঝঁ চকচকে অগ্রবাল হাউসের চারটি ফ্লোর নিয়েছিল বিজেপি। নির্বাচনের যাবতীয় কাজ হচ্ছিল সেখান থেকেই। নির্বাচনে ভরাডুবির পর হেস্টিংস দুটি তলা ছেড়ে দিয়ে ফের মুরলীধর সেন লেনে ফিরেছে বিজেপির রাজ্য দপ্তর। সেখানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তীদের ঘর রয়েছে। দলের অন্য পদাধিকারিদের জন্যও রয়েছে ঘর। দলের গুরুত্বপূর্ণ কাজ হয় সেখানে। দলীয় নেতা-কর্মী, সংবাদমাধ্যমের কর্মীদের যাতায়াত সেখানে লেগেই থাকে। ফলে মুরলীধর সেন লেনের এই পুরনো ভবনটিতে এখন দম বন্ধ করা পরিস্থিতি।
বিজেপির এক রাজ্য নেতা বলেন, এই ভবনটির সঙ্গে দলের অনেক আবেগ, স্মৃতি জড়িয়ে আছে। এখানেই বসতে শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু এখন দল অনেক বড় হয়েছে। কর্মী সংখ্যা বেড়েছে। ফলে এখান থেকে কাজ চালাতে অসুবিধে হচ্ছে। ঠিকমতো বসার জায়গা মিলছে না, বিভিন্ন মোর্চার জন্য পৃথক ঘরের প্রয়োজন, তার ব্যবস্থা করা যাচ্ছে। ফলে নতুন ঠিকানা খোঁজার চেষ্টা চলছে। জমি এবং বাড়ি দুই-ই দেখা হচ্ছে।