সংসদের শীতকালীন অধিবেশন নতুন ভবনে! জল্পনা উস্কে দিলেন লোকসভা অধ্যক্ষ
সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন বসতে পারে নতুন ভবনেই। এমনটাই জানালেন লোকসভার (Lok Sabha) অধ্যক্ষ ওম বিড়লা (OM Birla)। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ই এমনটাই জানালেন তিনি।
ওম বিড়লা বলেন, ”সংসদের নতুন ভবনে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা শীতকালীন অধিবেশনেই। এই নতুন ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক। প্রযুক্তি হোক বা সুরক্ষা, সব দিক থেকেই এই নতুন ভবন পুরনো ভবনটির চেয়ে অনেক উন্নত। যদিও সংসদের এই পুরনো ভবনটিও এর একটি অংশ হিসেবে থাকবেই।”
প্রসঙ্গত, দিল্লিতে জোর কদমে চলছে সেন্ট্রাল ভিস্তার কাজ। এই প্রকল্পের আওতায় তৈরি হবে নতুন সংসদ ভবন। পাশাপাশি গড়া হচ্ছে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবনও। অক্টোবরের মধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার কথা।
সামনেই সংসদের বাদল অধিবেশন। সংসদের কাজকর্ম যাতে মসৃণ ভাবে সম্পন্ন হয়, তার জন্য আজ আবেদন জানান ওম বিড়লা। তিনি বলেন, ”আমি প্রায়ই সমস্ত দলীয় নেতাদের সঙ্গেই কথা বলি, যাতে ভবনের কাজ মসৃণ ভাবে হতে পারে। এবং শৃঙ্খলা মেনেই যেন তা হয়। শালীনতা যেন বজায় থাকে।”