দেশ বিভাগে ফিরে যান

হিমাচলে রোপওয়ে বিভ্রাট, সফল উদ্ধারকার্যে সুরক্ষিত পর্যটকরা

June 20, 2022 | < 1 min read

হিমাচলে (Himachal Pradesh) রোপওয়ে (Ropeway) বিভ্রাট। সকাল ১০.৩০টায় সোলান জেলার পারওয়ানুর (Parwanoo) মাঝআকাশে আটকে কেবল কার। এই ঘটনায় রোপওয়েতে  ২ ঘন্টা ধরে আটকে পড়েন ১১ জন পর্যাটক। এদের মধ্যে ৪ জন মহিলা। সুত্রের খবর, বিকেল ৪.৪৫ নাগাদ সকল আটকে পড়া পর্যটককে উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।

রোপওয়ে বিভ্রাটের কথা জানা মাত্র উদ্ধারকাজ শুরু করে দেয় প্রশাসন। দ্রুত কাজে নেমে পড়েছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এর ফলে আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, টিম্বার ট্রেইল প্রাইভেট রিসর্টের কেবল কার যাত্রা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। চণ্ডীগড় থেকে কসৌলি কিংবা শিমলা যাওয়ার পথে প্রায় ৩৫ কিলোমিটার যাত্রা করা যায় কেবল কারে। পারওয়ানু জায়গাটি একইসঙ্গে হরিয়ানা, পাঞ্জাব এবং চণ্ডীগড়ের ও হিমাচল প্রদেশকে সংযোগ করে। ফলে এই অঞ্চলে পর্যটকদের ভিড় লেগেই থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Timber Trail, #Parwanoo, #Himachal Pradesh

আরো দেখুন