রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গোপালকৃষ্ণ গান্ধী
রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতির জনক মহাত্মা গান্ধীর দৌহিত্র গোপালকৃষ্ণ গান্ধী। শরদ পাওয়ার, ফারুক আব্দুল্লার পর এবার লড়াইয়ে নামতে নারাজ বাংলার প্রাক্তন রাজ্যপাল। বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক বিবৃতি দিয়ে আজ এমনটাই জানালেন গোপালকৃষ্ণ গান্ধী।
তিনি জানান, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যৌথভাবে বিরোধীরা যে তাঁর নাম বিবেচনা করেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু তাঁর মতে, বর্তমানে রাষ্ট্রপতি পদে এমন একজনকে প্রার্থী করা প্রয়োজন, যিনি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারবেন।
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। একাধিক দেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। এর আগে ২০১৭ সালে উপরাষ্ট্রপতি পদেও লড়াই করেছেন তিনি। সেই কারণেই তাঁর নাম প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের প্রথম রাষ্ট্রপতি ডাঃ রাজেন্দ্র প্রসাদের পদমর্যাদার সমান কোনও ব্যক্তি প্রার্থী হন, এমনটাই চান বাংলার প্রাক্তন রাজ্যপাল।