“বিজেপির গুন্ডা তৈরিতে সাহায্য করবে”, অগ্নিপথ নিয়ে আক্রমণাত্মক মমতা
অগ্নিপথ বিতর্কে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, ‘‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। এরাই ভোট লুট করতে সাহায্য করবে। পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে।’’
সোমবার বিধানসভার অধিবেশনে মমতা বলেন, ‘‘কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা। কিন্তু অগ্নিপথ আসলে চার বছরের ললিপপ।’’ চার বছর পর তো এদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে। তার পর এরা কী করবে? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে!’’
রবিবারই বিজেপি নেতা কৈলাসবর্গীয় বলেছিলেন, অগ্নিপথে যাঁরা চাকরি পাবেন তাঁদের পরবর্তী কালে বিজেপির দপ্তরে রক্ষী হিসেবে নিয়োগ করা হবে। সেটা নিয়েও কটাক্ষ করেছেন মমতা। পাশাপাশি, নূপুর শর্মা বিতর্ক থেকে যোগী রাজ্যের বুলডোজার নীতি নিয়েও তিনি একহাত নেন বিজেপিকে।