গলছে বরফ, এভারেস্টের বেস ক্যাম্প সরাবে নেপাল সরকার
এভারেস্টের শিখরে ওঠার বেস ক্যাম্পটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। বর্তমানে ৫৩৬৪ মিটার উচ্চতায় এই বেস ক্যাম্পটি খুমবু হিমবাহের উপর অবস্থিত। প্রতি মরসুমে এভারেস্ট যানে এসে ১৫০০ জন পর্বতারোহী এখানে ক্যাম্প করেন।
যে স্থান থেকে মূল পর্বতারোহণ শুরু হয়, তাকে বলে বেস ক্যাম্প। কিন্তু বিশ্ব উষ্ণায়নের জেরে এই হিমবাহটি অতিদ্রুত গলে যাচ্ছে। তাই এই বেস ক্যাম্পটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে নেপাল সরকার, সংবাদ সংস্থা সূত্রে এরকমটাই জানা যাচ্ছে।
নেচার পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা পত্রে জানা গিয়েছিল, ২০০০ বছরেরও বেশি প্রাচীন এই হিমবাহটি যেভাবে দ্রুত গলছে, তাতে ২০৫০ সালে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই হিমবাহটি। তারপর থেকেই নড়েচড়ে বসে নেপাল প্রশাসন। তবে বেস ক্যাম্পটি কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে তা স্থির হয়নি বলে নেপালের পর্যটন দফতর সূত্রে জানানো হয়েছে।