খেলা বিভাগে ফিরে যান

কাতার বিশ্বকাপে ‘অবৈধ’ যৌনমিলনের উপর কড়া নিষেধাজ্ঞা, ধরা পড়লে সাত বছরের জেল

June 20, 2022 | < 1 min read

ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে কাতারে। আর কয়েক মাস পরেই কাতারে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। কিন্তু এবার কিছু কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীদের। যেমন, ‘অবৈধ’ যৌনমিলনের উপর কড়া নিষেধাজ্ঞা জাড়ি করা হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন এক রাতের জন্য ‘অবৈধ’ যৌনমিলনের জন্য হতে পারে সাত বছরের জেল। এমনটাই নিয়ম করেছে সেই দেশ। কাতার পুলিশের তরফে বলা হয়েছে, ‘‘স্বামী-স্ত্রী জুটি না হলে বিশ্বকাপ দেখতে এসে যৌনমিলন করা যাবে না। এই প্রতিযোগিতায় ‘এক রাতের যৌনমিলন’ থাকবে না। কোনও পার্টি করা যাবে না। নিয়ম না মানলে জেল হতে পারে।’’

বিশ্বকাপে এমন ভাবে যৌনমিলন নিষিদ্ধ করা হচ্ছে এই প্রথম। বিশ্বকাপ ফুটবল মানেই দেখা যায় ম্যাচ শেষে রাতভর পার্টি। কিন্তু কাতারে তা নিষিদ্ধ। সমর্থকদের সতর্ক থাকতে হবে। কাতারে স্বামী-স্ত্রীর সম্পর্ক বাদে যৌনমিলন এবং সমকামী সম্পর্ক নিষিদ্ধ। অভিযোগ প্রমাণিত হলেই সাত বছর পর্যন্ত জেল হতে পারে।

কাতার ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক বলেন, ‘‘কাতার খুব রক্ষণশীল দেশ। এখানে অনেক কিছুই সম্ভব নয়। সমকামিতা শুধু সেখানে করা উচিত যে দেশে এটা মানা হয়।’’ কাতার বিশ্বকাপে ফিফার মুখ্য নির্বাহী নাসের আল খাতের বলেন, ‘‘প্রত্যেক সমর্থকের নিরাপত্তা আমাদর কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সর্বসমক্ষে ব্যক্তিগত ভালবাসা দেখানো আমাদের দেশের সংস্কৃতি নয়। সেটা সকলের জন্যই প্রযোজ্য।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Qatar World Cup 2022, #Football, #qatar, #world cup, #Fifa Fifa World Cup

আরো দেখুন