উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, জলমগ্ন শহরের বিস্তীর্ণ অঞ্চল

June 20, 2022 | < 1 min read

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি। সোমবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় বৃষ্টি নামে। টানা বৃষ্টিতে একসময় পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে শহর। শহরের প্রায় সব রাস্তায় জল জমে যায়। নর্দমা উপচে ভেসে যায় রাস্তা।

এদিন অশোক নগর, শীতলা পাড়ার মতো বহু এলাকায় বাড়িতে জল ঢুকে যায়। বিধানমার্কেট, হিলকার্ট রোড, তুলাপট্টি অঞ্চলে বহু দোকানে জল ঢুকে যায়। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সাম্প্রতিক অতীতে শিলিগুড়িতে এত বৃষ্টি দেখা যায়নি।

রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে শহরজুড়ে। বহু গাড়ির ইঞ্জিন বিকল হয়ে রাস্তাতেই দাঁড়িয়ে যায়। বিপাকে পড়েছেন পথচারি মানুষও। একসঙ্গে এত বৃষ্টি হওয়াতেই পরিস্থিতির আচমকা অবনতি হয়েছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

শিলিগুড়ি পুরনিগমের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনও প্রয়োজনে কন্ট্রোল রুমের 75570-35194 নম্বরে ফোন করতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #heavy rainfall, #Flood, #West Bengal Weather, #siliguri

আরো দেখুন