রাজ্য বিভাগে ফিরে যান

বাংলা ছেড়ে এবার ত্রিপুরার ‘কোচ’ এর ভূমিকায় ঋদ্ধি?

June 20, 2022 | < 1 min read

বোরিয়া বিতর্কের অবসান ঘটেছে কিছুদিন আগেই। বাংলার হয়ে আরে মাঠে নামবেন না বলেও জানিয়েছেন ঋদ্ধিমান সাহা। সদ্য আইপিএল জিতে দুবাই ঘুরে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ছুটি কাটিয়েই মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা। তবে খেলা নয়। নিতান্তই প্রশিক্ষণ, তাও স্বেচ্ছায়। মাঠ ছেড়ে থাকতে পারেন না ঋদ্ধি। কালীঘাট ক্লাবেই গা ঘামালেন।

বৃষ্টি নামতেই ক্লাবের ভিতরে চলে আসেন ঋদ্ধিমান। একাধিক কিশোর তাকে ঘিরে রয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই অন্য ভূমিকায় ধরা দিলেন ঋদ্ধি। কাছেই ব্যাট, প্যাড নিয়ে দাঁড়িয়ে এক কিশোর। ঋদ্ধি কিছু জিজ্ঞাসা করবি বলতেই আগ্রহী কিশোর বলে, তার ব্যাটিং স্টান্সটা খুব ওপেন। পাল্টানোর পরামর্শ চাইতেই কোচ ঋদ্ধির ক্লাস শুরু।

কোন জায়গায় ভুল, উন্নতি কী দরকার সব দেখিয়ে দিলেন। কেবল একজনকেই নয়, আরও অনেককেই দেখিয়ে দিলেন ঋদ্ধিমামান। তবে কি এবার কোচের ভূমিকায় আসবেন ঋদ্ধি?

শোনা যাচ্ছে, ঋদ্ধি হয়ত ত্রিপুরার ক্রিকেট টিমে যোগ দেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছেন। তবে এও জানা যাচ্ছে কেবল খেলোয়াড় হিসেবেই নয়। নতুন ভূমিকাতেও দেখা যেতে পারে তাঁকে, মেন্টরের ভূমিকার কথাই শোনা যাচ্ছে।

কয়েকটি সূত্র জানাচ্ছে, ঋদ্ধি ত্রিপুরার খেলোয়াড়-কাম-মেন্টর হতে চাইছেন। এ বিষয়ে ত্রিপুরার কিছু অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে। তবে ঋদ্ধিকে ত্রিপুরায় খেলতে যেতে হলে, সিএবি এবং বিসিসিআইয়ের এনওসি পেতে হবে। এখন দেখার কোন পথে ঋদ্ধিমানের খেলোয়াড় জীবন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tripura, #Wriddhiman Saha

আরো দেখুন