উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

২৬ জুনই হবে জিটিএ-র ভোট, জানিয়ে দিল হাইকোর্ট

June 21, 2022 | < 1 min read

কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এক রায়ে জানায়, জিটিএ-র ভোট ২৬ জুনই হবে। কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের ফল প্রকাশ করা যাবে না। এদিন বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

জিটিএ নির্বাচন স্থগিত চেয়ে মমলা করে জিএনএলএফ। এদিন তাদের আইনজীবী সনতাল বলেন, ১৯৮৮ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ বা ডিজিএইচসি গঠন করা হয়েছিল। সেই অনুসারে ডিজিএইচসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু ২০১১ সালে সংবিধান সংশোধন না করেই রাজ্য সরকার ডিজিএইচসি ভেঙে জিটিএ তৈরি করেছে। তাই এর কোনও সাংবিধানিক বৈধতা নেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বলে আসছিলেন, জিটিএ নির্বাচন করতে হবে। অবশেষে রাজ্য নির্বাচন কমিশন ২৬ জুন ওই নির্বাচন হবে বলে ঘোষণা করে। জিটিএ নির্বাচন বাতিলের দাবি জানায় গোর্খা জনমুক্তি মোর্চাও। এই দাবিতে মাসখানেক আগে বিমল গুরুং সিংমারিতে দলের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন। পরে অবশ্য তিনি অনশন তুলে নেন এবং জানান তাঁরা নির্দল হিসেবে লড়াই করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#GTA, #GTA election, #calcutta high court

আরো দেখুন