দেশ বিভাগে ফিরে যান

ডাবল ইঞ্জিন রাজ্যের জন্য মুক্তহস্ত কেন্দ্র, বাংলা যেন মোদী সরকারের দুয়োরানি

June 21, 2022 | 2 min read

বাংলার প্রতি মোদী সরকারের বিমাতৃসুলভ আচরণ অব্যাহত। প্রতি মূহূর্তেই বঞ্চিত বাংলা। মোদী সরকারের যাবতীয় বরাদ্দ, উন্নয়ন সব কিছুই বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের জন্য, এমন দাবিতে বারবার সরব হন এ রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। বাস্তবেও তারই প্রতিফলন। ডাবল ইঞ্জিন সরকারের জন্য মুক্তহস্ত প্রধানমন্ত্রী। কিন্তু অবিজেপি রাজ্যগুলোর কিছুই নেই মোদী সরকারের ঝুলিতে।

করোনাকালেও বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের উন্নয়ন থেমে থাকেনি। একের পর এক বিজেপি শাসিত রাজ্যের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে গিয়েছে মোদী সরকার। আর্থিক প্যাকেজ, নানান প্রকল্প ঘোষণা করে ডবল ইঞ্জিন রাজ্যগুলির অর্থনীতিকে উজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে মোদী সরকার। কিন্তু অবিজেপি রাজ্যগুলির জন্য মোদী সরকারের তেমন কোন উদ্যোগ চোখে পড়ছে না।

বঙ্গভঙ্গের হুমকি, রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি ছাড়া বাঙালির জন্য কি বিজেপি সরকারের কাছে দেওয়ার মতো কিছুই নেই। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো ডবল ইঞ্জিন রাজ্যের একের পর এক প্রকল্প, হাজার হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন। ২০২১ সালের অক্টোবরে উত্তরাখণ্ড, চলতি বছরের জুনি কর্ণাটক, মোদীর উন্নয়ন কেবল হিন্দি বলয়ে, ২৪-এর লড়াই জেতার পথ সুগম করতে। কর্ণাটকে ৪৮০ কোটি টাকার কোচিং টার্মিনাল, ৪৬০০ কোটি টাকা ব্যয়ে টেকনোলজি হাব, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের ক্যাম্পাসে সেন্টার ফর ব্রেন রিসার্চ গড়ে উঠছে। কর্নাটকে রেল প্রকল্প থেকে শুরু করে মাল্টিস্পেশালিটি হাসপাতাল, ২০ জুন উন্নয়নে মুড়ে দিলেন প্রধানমন্ত্রী। সড়ক ও রেলপ্রকল্প ২৭ হাজার কোটি টাকার!

৩১৫ কোটি টাকা খরচে কর্ণাটকে ভারতের প্রথম এয়ারকন্ডিশনড রেলস্টেশন চালু হচ্ছে। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা একের পর এক রেল প্রকল্পে অর্থবরাদ্দ নেই। সেগুলো অনিশ্চিত। গত দুবছরে বাংলার জন্য বড় পরিসরে আলাদা করে কোন প্রকল্প ঘোষণা বা আর্থিকলগ্নি করেছে বলে মনে পড়ে না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে কলকাতা থেকে শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতিটুকুই সার। শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন অনিশ্চিত। নিত্যযাত্রীদের ভোগান্তি চলছেই। রাজ্য বকেয়া ৯৭ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার আবেদন করেই চলেছে। কিন্তু মোদী সরকার নিরুত্তর।

অন্যদিকে উত্তরাখণ্ডে ২০২১-এ ভোটের কথা মাথায় রেখে একদিনেই ১৮ হাজার কোটি টাকার ২৩টি প্রকল্পের উদ্বোধন করেছিলেন মোদী। উত্তরপ্রদেশে ২৩ হাজার কোটি টাকা খরচে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়েছিল। ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে মিরাট থেকে প্রয়াগরাজ সংযোগকারী গঙ্গা এক্সপ্রেসওয়ের ঘোষণা করেছেন মোদী। গ্রেটার নয়ডায় ২৫ হাজার কোটি টাকায় দেশের সর্বাধুনিক বিমানবন্দর গড়ে তোলা হচ্ছে। গোরখপুরে ১০ হাজার কোটি টাকার সার কারখানা তৈরি হচ্ছে। এইমস, সফ্টওয়্যার শহর মিলিয়ে উত্তরপ্রদেশেই ১ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। আগামী বছরে গুজরাতে ভোট, তাই গত একমাসে মোদীর রাজ্যের ৪৮ হাজার কোটির লগ্নি হয়েছে। ভোটের আগে ডাবল ইঞ্জিন রাজ্যের জন্য দেদার মোদী সরকার। মুক্তহস্ত! বাকিরা কেবল বঞ্চিত। মোদী সরকারের বঞ্চনার শিকার।

ন্যায় সঙ্গত পাওনাও অবিজেপি রাজ্যগুলোকে দিচ্ছে না মোদী সরকার। করোনাকালে সামান্যতম কিছুও দেওয়া হয়নি তাদের। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কি বিরোধী শাসিত রাজ্য সরকারগুলিকে বঞ্চিত করা হচ্ছে? প্রশ্ন থেকেই যায়। বাংলা যেন দুয়োরানি। একুশের হারের বদলা নিচ্ছেন শাহ- মোদী?

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #MNREGA, #Mamata Banerjee

আরো দেখুন