রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পদপ্রার্থী হলেন যশোবন্ত সিনহা, অভিনন্দন মমতার
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতিক্রমে বিরোধীদের পদপ্রার্থী হলেন যশোবন্ত সিনহা।
শরদ পাওয়ার, ফারুক আব্দুল্লা এবং গোপালকৃষ্ণ গান্ধী রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পদপ্রার্থী হতে অসম্মত হওয়ায়, যশোবন্ত সিনহার নাম ঘিরে কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা তৃণমূল সহসভাপতি আজ সকালেই টুইট করে জানান, দেশে স্বার্থে বিরোধীদের সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হতে তাঁর কোন আপত্তি নেই।
আজ ২১ জুন ফের দিল্লিতে বিরোধী দলগুলো বৈঠকে বসে, সেখানেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পদপ্রার্থী হিসেবে যশোবন্ত সিনহার নাম প্রস্তাব করা হয় এবং গৃহীত হয়।
যশোবন্ত সিনহা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পদপ্রার্থী হওয়ায় তাঁকে ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলো সর্বসম্মতিক্রমে পদপ্রার্থী, যশোবন্ত সিনহাকে আমি অভিনন্দন জানাই।”
সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী লেখেন, “আমি নিশ্চিত তিনি আমাদের দেশে অন্যতম প্রধানস্তম্ভ মূল্যবোধ তুলে ধরতে সমর্থ হবেন।”