রাজ্য বিভাগে ফিরে যান

দুধকুমারের ‘বসে যাওয়ার’ ডাকের পরই ইস্তফা বীরভূমের বিজেপি নেতার!

June 22, 2022 | < 1 min read

সঙ্কট বাড়ল গেরুয়া শিবিরের। বীরভূমে ভাঙন বিজেপির অন্দরে। ফেসবুকে পোস্ট করে বিজেপির পদ ছাড়লেন বীরভূম দুবরাজপুরের শহরের মণ্ডল সভাপতি করুণাময় মুখোপাধ্যায়। কিছুদিন আগেই বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল একটি ফেসবুক পোস্ট করে লিখেছিলেন, যাঁরা তাঁকে ভালবাসেন, তারা যেন রাজনীতি থেকে চুপ করে বসে যান। আর আজ মণ্ডল সভাপতির ইস্তফার জেরে রীতিমত কোলাহল পড়ে গেছে বীরভূমে।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল শিবির। বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,‘‘দলটায় (বিজেপি) লোকজন থেকে সংগঠন, কোনও কিছুই নেই। সে কারণে বাড়িতে বসেই পদত্যাগ করছেন, ফেসবুকেই দল ছাড়ছেন। আবার দেখবেন, ফেসবুকেই নতুন শহর সভাপতিও তৈরি হয়ে যাবে। কয়েক দিন পর এই দলটি ফেসবুক ছাড়া আর কোথাও থাকবে না।’’

জেলার দলীয় কমিটি গঠন নিয়ে নেতৃত্বের সাথে মতবিরোধ চরমে পৌঁছেছে বীরভূম জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দুধকুমার মণ্ডলের। এর জেরে অনুগামীদের বসে যাওয়ার ডাক দেন তিনি। দুধকুমার ফেসবুকে পোস্টে লেখেন, ‘জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে কথা না বলেই কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক ও কার্যকর্তারা আমাকে যারা ভালোবাসেন, তারা চুপচাপ বসে যান।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #karunamoy mukherjee, #birbhum

আরো দেখুন