দেশ বিভাগে ফিরে যান

ইস্তফা দিতে তৈরি, জনতার উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

June 22, 2022 | < 1 min read

টালমাটাল অবস্থা মহারাষ্ট্রে। না কোভিড পরিস্থিতি নয়, রাজনৈতিক টানাপোড়েনে বিধ্বস্ত মারাঠা রাজ্য। মহারাষ্ট্রের মহা বিকাশ আগড়ি (এমভিএ) জোট সরকারের পতন কি আসন্ন? এই প্রশ্নই ঘুড়পাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এমনই পরিস্থিতিতে আজ রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

উদ্ধব বলেন, ‘‘বিদ্রোহী বিধায়করা যদি আমায় না চান, তা হলে আমি এখনই ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফাপত্র তৈরি রেখেছি। বিধায়করা এসে আমায় বলুন, আমরা আপনাকে চাই না।’’ তিনি আরও বলেন, ‘‘হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ। কিছু দল শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে দেখে অবাক লাগছে।’’

বালাসাহেব ঠাকরের পুত্র বলেন, এক জন বিধায়কও যদি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে না চান, তা হলে তিনি পর মুহূর্তেই বর্ষা (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন) ছেড়ে মাতশ্রী (উদ্ধবের বাসভবন) চলে যাবেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হব তা কখনও ভাবিনি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব আসার পর কিছুটা অবাকই হয়েছিলাম।’’

প্রসঙ্গত, আজ সকালে খবর পাওয়া যায় যে গুজরাত ছেড়ে অসমে পৌঁছে গেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। তারপরই বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দেন সঞ্জয় রাউত। এই পরিস্থিতিতে উদ্ধব নিজের বাসভবন বর্ষায় বৈঠক ডেকেছিলেন শিবসেনা বিধায়কদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #Uddhav Thackeray

আরো দেখুন