খেলা বিভাগে ফিরে যান

ফের যুগাবসান! মিতালির পর এবার ক্রিকেটকে বিদায় জানালেন রুমেলি ধর

June 22, 2022 | < 1 min read

ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরও এক অভিজ্ঞ তারকা অবসর নিলেন। মিতালি রাজের পর এবার খেলা ছাড়ার কথা ঘোষণা করলেন অল-রাউন্ডার রুমেলি ধর। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধন্তের কথা জানান এই বঙালি তারকা ক্রিকেটার।

৩৮ বছর বয়সী রুমেলি ভারতের হয়ে ৪টি টেস্ট, ৭৮টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রুমেলি করেন ৯৬১ রান এবং ৬৩টি উইকেট সংগ্রহ করেন। টেস্টে তিনি ২৩২ রান ও ৮টি উইকেট সংগ্রহ করেন। টি-২০ ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩১ রান ও ১৩টি উইকেট।

রুমেলি শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন ২০১৮ সালে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Retirement, #rumeli dhar, #Cricket

আরো দেখুন