ত্রিপুরায় উপনির্বাচনের দিনই কয়লাকাণ্ডে ইডির তলব অভিষেক জায়াকে
চলছে ত্রিপুরার চার আসনে উপনির্বাচন। আর সেই দিনই কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলব করল ইডি। সূত্রের খবর, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে।
কিছুদিন আগেই কয়লাকাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী একটি দল। প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সাংসদ-পত্নীকে। এবার তলব করল ইডি। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থা।
কয়লাকাণ্ডে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তলবের বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন অভিষেক। ত্রিপুরায় প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, তাঁকে আটকানোর জন্যই তাঁর প্রচারের দিন রূযীরকে জিজ্ঞাসাবাদ করতে গেছে সিবিআই। আর আজ ত্রিপুরায় নির্বাচনের দিনই ফের তলব অভিষেক-পত্নীকে। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনেছেন সাংসদ।