দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় উপনির্বাচন: ভাগ্য পরীক্ষা মানিক, তৃণমূলের

June 23, 2022 | < 1 min read

শুরু হয়ে গেল দেশের ছ’টি রাজ্যের তিন লোকসভা এবং সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর মধ্যে রয়েছে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্র। যেখানে ভাগ্য পরীক্ষা হতে চলেছে শাসকদল বিজেপির। পাশাপাশি ময়দানে লড়ছে তৃণমূল কংগ্রেসও।

গত মে মাসে বিপ্লব দেব আচমকা ইস্তফা দেওয়ার পর উত্তরসূরি হিসেবে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। উপনির্বাচনে টাউন বড়দোয়ালী আসনে লড়ছেন তিনি। ২০১৮-য় বিজেপির আশিস সাহা ওই কেন্দ্রে জিতেছিলেন। এ বার তিনি ইস্তফা দিয়ে কংগ্রেস প্রার্থী হিসেবে মানিকের প্রতিদ্বন্দ্বী। লড়াইয়ে রয়েছেন তৃণমূলের সংহিতা ভট্টাচার্যও। পাশাপাশি, আগরতলা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়ছেন সদ্য বিজেপি ত্যাগী বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিংহ। 

ইতিমধ্যেই বিরোধী দলগুলোর ওপর বেনজির সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আগরতলায় আক্রান্ত হয়েছেন তৃণমূল প্রার্থী। ছাড় পাননি সুদীপ রায় বর্মনও। ইতিমধ্যেই ত্রিপুরায় প্রচারে গিয়ে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে নির্বাচনের আগের রাতেও রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত ছিল ত্রিপুরা (TMC)। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সুরমা বিধানসভার তৃণমূল প্রার্থী অর্জুন নমঃশূদ্র। বুধবার রাতে তাঁর গাড়ি ভাঙচুর হয়। এলাকার ভোটারদের ভয় দেখাতে ছোঁড়া হয় গুলিও। এমনকী, প্রার্থীর পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় কমলপুর থানায় অভিযোগও দায়ের করে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #byelection, #tripura

আরো দেখুন