এবারের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই দুই মতাদর্শের: যশোবন্ত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন কেবলমাত্র দু’জন ব্যক্তির মধ্যে লড়াই নয়, লড়াইটা দুটো পৃথক মতাদর্শের মধ্যে। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এরকমটাই বললেন বিজেপি বিরোধী জোটের প্রার্থী যশোবন্ত সিনহা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল নেতা যশোবন্ত সিনহাকে বিজেপি বিরোধী জোট দলগুলি সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করেছে। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তাঁর লড়াই বিজেপি নেতৃত্বাধিন এনডিএ-র প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর সাথে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর প্রতিপক্ষ দ্রৌপদি মুর্মু সম্পর্কে যশোবন্ত সিনহা বলেন, ‘‘এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আমি তাঁকে শুভচ্ছা জানাচ্ছি। সে যতই দুটি ভিন্ন মতাদর্শের লড়াই হোক না কেন।’’
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘উলটোদিকে কে আছেন, তাঁকে কেন বেছে নেওয়া হয়েছে, সেগুলি আমার দেখার কাজ নয়। আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়। আমাদের এই লড়াই ইস্যুর লড়াই। মতাদর্শের লড়াই। সংবিধান রক্ষার লড়াই। একটা বিষয়েই শুধু বলতে চাই, রাষ্ট্রপতি পদে কোনও রবার স্ট্যাম্প ব্যক্তি থাকলে তা দেশের পক্ষে সুখকর নয়। যিনিই রাষ্ট্রপতি হবেন, তাঁর নিজস্ব ব্যক্তিত্ব থাকা উচিত। এমন কারও রাষ্ট্রপতি হওয়া উচিত, যাঁর মধ্যে সংবিধান রক্ষার সৎ সাহস ও ব্যক্তিত্ব আছে।’’
তিনি আরও বলেন, ‘‘আমি মতাদর্শের প্রতিনিধিত্ব করছি, যেখানে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য আমি দৃঢপ্রতিজ্ঞ। এ কারণে আমি গর্বিত।’’
যশোবন্ত সিনহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৪ জুলাই নিজের রাজ্য ঝাড়খণ্ড থেকে তিনি প্রচার শুরু করবেন।